১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের গায়ে হাত তুললেন নৌ-বাহিনী,ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা- কুয়াকাটা মহাসড়কে অবস্থানের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের বিরুদ্ধে।

আজ (২৬ আগস্ট) বেলা ৩টায় ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ববি শিক্ষার্থীরা।
এসময় অবরোধের কারনে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তা উল্টোপথে আসে। তখন শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হাত তোলার অভিযোগ উঠে এবং তাদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা যায়।
উত্তেজনার মধ্যে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কতিপয় নৌবাহিনীর বাস কে লক্ষ্য করে জুতা এবং ঢিল নিক্ষেপ করতে দেখা যায়, এতে নৌবাহিনীর একটি বাসের জানালার গ্লাস ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সড়ক অবরোধের কারণে নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তারা ভুল পাশ দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়। পরবর্তীতে বাকবিতন্ডায় জড়ান আন্দোলনরত শিক্ষার্থী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বাকবিতন্ডার এক পর্যায়ে নৌবাহিনীর সদস্যরা ববি শিক্ষার্থীদের গায়ে হাত তোলে।
এসময় এক শিক্ষার্থীর বুকে বন্দুক তাক করারও অভিযোগ ওঠে নৌবাহিনীর বিরুদ্ধে। এঘটনায় বিক্ষুব্ধ আন্দোলনরত শিক্ষার্থীরা নৌবাহিনীর তিনটি গাড়ি আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। সড়ক অবরোধ ৫ টার পর উঠিয়ে নিলেও গাড়ি তিনটি ৬ টা পর্যন্ত আটকে রাখা হয়।
নৌবাহিনীর হামলার স্বীকার ববি শিক্ষার্থী মোশারফ বলেন, আমরা জন দূর্ভোগ চাই না তবে আজকের আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যারা অশান্ত করেছে তাদের বিচার না হওয়া অবধি আমরা আন্দোলন থামাবো না।
নৌবাহিনীর মারধরের স্বীকার ভূত্বত্ত ও খনি বিদ্যাবিভাগের আরেক শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, ” আমরা আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ সড়ক অবরোধ করছিলাম। তখন নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টো পথে এসে জরুরী পথও আটকে দেয়। তখন বাঁধা দিলে তারা আমার গায়ে হাত তোলে এবং আমাকে গলা চেপে ধরে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অন্যান্য শিক্ষার্থীরা আমাকে সেভ করে।
দফায় দফায় আলোচনার পরে সন্ধ্যা টায় এ বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনীর এলএসজিআই বাচ্চু বলেন, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সব সময় আপনাদের সাহায্যে নিয়োজিত।”
পরে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার শর্তে শিক্ষার্থীরা নৌবাহিনীর আটককৃত গাড়ি তিনটি ছেড়ে দেয়।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের গায়ে হাত তুললেন নৌ-বাহিনী,ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ

আপডেট সময় : ১০:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা- কুয়াকাটা মহাসড়কে অবস্থানের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের বিরুদ্ধে।

আজ (২৬ আগস্ট) বেলা ৩টায় ৩ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ববি শিক্ষার্থীরা।
এসময় অবরোধের কারনে বাংলাদেশ নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তা উল্টোপথে আসে। তখন শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হাত তোলার অভিযোগ উঠে এবং তাদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা যায়।
উত্তেজনার মধ্যে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কতিপয় নৌবাহিনীর বাস কে লক্ষ্য করে জুতা এবং ঢিল নিক্ষেপ করতে দেখা যায়, এতে নৌবাহিনীর একটি বাসের জানালার গ্লাস ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সড়ক অবরোধের কারণে নৌবাহিনীর তিনটি গাড়ি আটকা পড়লে তারা ভুল পাশ দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেয়। পরবর্তীতে বাকবিতন্ডায় জড়ান আন্দোলনরত শিক্ষার্থী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বাকবিতন্ডার এক পর্যায়ে নৌবাহিনীর সদস্যরা ববি শিক্ষার্থীদের গায়ে হাত তোলে।
এসময় এক শিক্ষার্থীর বুকে বন্দুক তাক করারও অভিযোগ ওঠে নৌবাহিনীর বিরুদ্ধে। এঘটনায় বিক্ষুব্ধ আন্দোলনরত শিক্ষার্থীরা নৌবাহিনীর তিনটি গাড়ি আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। সড়ক অবরোধ ৫ টার পর উঠিয়ে নিলেও গাড়ি তিনটি ৬ টা পর্যন্ত আটকে রাখা হয়।
নৌবাহিনীর হামলার স্বীকার ববি শিক্ষার্থী মোশারফ বলেন, আমরা জন দূর্ভোগ চাই না তবে আজকের আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যারা অশান্ত করেছে তাদের বিচার না হওয়া অবধি আমরা আন্দোলন থামাবো না।
নৌবাহিনীর মারধরের স্বীকার ভূত্বত্ত ও খনি বিদ্যাবিভাগের আরেক শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, ” আমরা আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ সড়ক অবরোধ করছিলাম। তখন নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টো পথে এসে জরুরী পথও আটকে দেয়। তখন বাঁধা দিলে তারা আমার গায়ে হাত তোলে এবং আমাকে গলা চেপে ধরে টেনে হিছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অন্যান্য শিক্ষার্থীরা আমাকে সেভ করে।
দফায় দফায় আলোচনার পরে সন্ধ্যা টায় এ বিষয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনীর এলএসজিআই বাচ্চু বলেন, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সব সময় আপনাদের সাহায্যে নিয়োজিত।”
পরে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার শর্তে শিক্ষার্থীরা নৌবাহিনীর আটককৃত গাড়ি তিনটি ছেড়ে দেয়।
এসএস/সবা