০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকমুক্ত লালমনিরহাট গড়তে ঐক্যের আহ্বানঃআসাদুল হাবিব দুলু

“আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” শীর্ষক সুধী সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট বর্তমানে মাদকের রেড জোনে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “আলোকিত লালমনিরহাট শুধু স্লোগান নয়, এটি আমাদের বাস্তব অঙ্গীকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ ও সামাজিক উন্নয়নের মধ্য দিয়েই এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”

তিস্তা নদী রক্ষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “তিস্তা রক্ষা এখন শুধু লালমনিরহাটের নয়, পুরো উত্তরাঞ্চলের জীবন-জীবিকার প্রশ্ন। এজন্য আন্দোলনের ধারাবাহিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা নদীভাঙন প্রতিরোধ, কৃষি উন্নয়ন, শিক্ষা প্রসার, বেকারত্ব নিরসন, স্বাস্থ্যসেবা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সুধী সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং এটি সাধারণ মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলনে রূপ নেবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

মাদকমুক্ত লালমনিরহাট গড়তে ঐক্যের আহ্বানঃআসাদুল হাবিব দুলু

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

“আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” শীর্ষক সুধী সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট বর্তমানে মাদকের রেড জোনে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “আলোকিত লালমনিরহাট শুধু স্লোগান নয়, এটি আমাদের বাস্তব অঙ্গীকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ ও সামাজিক উন্নয়নের মধ্য দিয়েই এ লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”

তিস্তা নদী রক্ষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “তিস্তা রক্ষা এখন শুধু লালমনিরহাটের নয়, পুরো উত্তরাঞ্চলের জীবন-জীবিকার প্রশ্ন। এজন্য আন্দোলনের ধারাবাহিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা নদীভাঙন প্রতিরোধ, কৃষি উন্নয়ন, শিক্ষা প্রসার, বেকারত্ব নিরসন, স্বাস্থ্যসেবা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সুধী সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, “আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার” কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং এটি সাধারণ মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলনে রূপ নেবে।

এমআর/সবা