০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় ঘাটে ফিরছে মহেশখালীর জেলেরা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়  লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে, সাগর উত্তাল থাকায়  জীবনের ঝুঁকি না নিয়ে কক্সবাজার মহেশখালী উপকূলীয় অঞ্চলের শত শত জেলে নৌকা/বোট নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন। বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ বোট মাছশূন্য  অবস্থায় ঘাটে ফিরেছে, এতে করে মাছ ধরার মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।

ঘন ঘন লঘুচাপ নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে সাগরে টিকে থাকা দায় হয়ে পড়েছে। তাই উপকূলজুড়ে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে প্রতিনিয়ত। মহেশখালী কুতুবজুমের ইলিয়াস মাঝি বলেন, চলিত মৌসুমে আমরা সমুদ্রে গিয়ে তেমন একটা লাভ করতে পারিনি। দুই-একদিন মাছ ধরার পরই আবার বৈরী আবহাওয়া শুরু হয়, বাধ্য হয়ে ঘাটে ফিরতে হয়। বাজার খরচের টাকা উঠছে না,
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এজন্য কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

আজ সকালে মহেশখালী ঘাটে গিয়ে দেখা যায় শতশত নৌকা/বোট ঘাটে ভিড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। মাছ ব্যাবসায়ী আবদুল মজিদের সাথে কথা বললে তিনি জানান জেলেরা বৈরী আবহাওয়ার কারণে বেশিদিন ফিশিং করতে পারে নাই তাই অনেক বোট বাজার খরচ ওঠাতে পারেনি।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় ঘাটে ফিরছে মহেশখালীর জেলেরা

আপডেট সময় : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়  লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে, সাগর উত্তাল থাকায়  জীবনের ঝুঁকি না নিয়ে কক্সবাজার মহেশখালী উপকূলীয় অঞ্চলের শত শত জেলে নৌকা/বোট নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছেন। বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ বোট মাছশূন্য  অবস্থায় ঘাটে ফিরেছে, এতে করে মাছ ধরার মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।

ঘন ঘন লঘুচাপ নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে সাগরে টিকে থাকা দায় হয়ে পড়েছে। তাই উপকূলজুড়ে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে প্রতিনিয়ত। মহেশখালী কুতুবজুমের ইলিয়াস মাঝি বলেন, চলিত মৌসুমে আমরা সমুদ্রে গিয়ে তেমন একটা লাভ করতে পারিনি। দুই-একদিন মাছ ধরার পরই আবার বৈরী আবহাওয়া শুরু হয়, বাধ্য হয়ে ঘাটে ফিরতে হয়। বাজার খরচের টাকা উঠছে না,
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এজন্য কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

আজ সকালে মহেশখালী ঘাটে গিয়ে দেখা যায় শতশত নৌকা/বোট ঘাটে ভিড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। মাছ ব্যাবসায়ী আবদুল মজিদের সাথে কথা বললে তিনি জানান জেলেরা বৈরী আবহাওয়ার কারণে বেশিদিন ফিশিং করতে পারে নাই তাই অনেক বোট বাজার খরচ ওঠাতে পারেনি।