কক্সবাজরের দ্বীপ উপপজেলা মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম আবু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরের পর মাতারবাড়ি থেকে তাকে গ্রেফতার করে দ্রুত মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, একাধিক মামলার পলাতক আসামি হিসেবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দারকে বেলা ২টার দিকে মাতারবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাতারবাড়ির আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া ১৫৩ জনের বিরুদ্ধে মামলার এজাহারে নামীয় আসামি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এসব মামলা হয়। তবে কোনো মামলায় তিনি আদালত থেকে জামিন নেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৭ সেপ্টেম্বর) মাতারবাড়ি ইউনিয়নের তিনতামাঝি পাড়া এলাকায় থেকেপুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া এসএম আবু হায়দার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতা এবং মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানা যায়।
এমআর/সবা




















