০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূর আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে ইয়াসমিন আক্তার (৩০) নামে এক নারী ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্বামী বাড়ির বাইরে গেলে তিনি এ ঘটনা ঘটান। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইয়াসমিন ওই গ্রামের মো. আশরাফ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে ইয়াসমিন ঘরে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্বামী আশরাফ উদ্দিন বাড়ির পাশের দোকানে পান খেতে যান। ফিরে এসে ঘরে ঢুকে দেখেন, ইয়াসমিন ঘরের আড়ায় ঝুলে আছেন। দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দিলে পরে থানায় যোগাযোগ করা হয়।

রবিবার সকালে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত নারীর স্বামী আশরাফ উদ্দিন জানান- ইয়াসমিন কে ঘরে দেখে বাড়ির পাশের দোকানে পান খেয়ে ঘরে এসে দেখি ঝুঁলে আছে। তবে কি কারণে আত্মহত্যা করছে তা জানি না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে ইয়াসমিন আক্তার (৩০) নামে এক নারী ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে স্বামী বাড়ির বাইরে গেলে তিনি এ ঘটনা ঘটান। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইয়াসমিন ওই গ্রামের মো. আশরাফ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে ইয়াসমিন ঘরে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্বামী আশরাফ উদ্দিন বাড়ির পাশের দোকানে পান খেতে যান। ফিরে এসে ঘরে ঢুকে দেখেন, ইয়াসমিন ঘরের আড়ায় ঝুলে আছেন। দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দিলে পরে থানায় যোগাযোগ করা হয়।

রবিবার সকালে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত নারীর স্বামী আশরাফ উদ্দিন জানান- ইয়াসমিন কে ঘরে দেখে বাড়ির পাশের দোকানে পান খেয়ে ঘরে এসে দেখি ঝুঁলে আছে। তবে কি কারণে আত্মহত্যা করছে তা জানি না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

এমআর/সবা