চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদরাসার শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত চলে। এ ঘটনায় রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন।
সংঘর্ষে আহতদের মধ্যে ৮০ জনের বেশি প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম জানিয়েছেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও যানবাহন ভাঙচুর করা হয়। এতে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী মাদরাসার সামনে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাকে ফটিকছড়ি থেকে আটক করে পুলিশ। তবে এর মধ্যেই মাদরাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে আহলে সুন্নতপন্থীরাও পাল্টা অবস্থান নেন।
রাত ১টার পর উভয় পক্ষ সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এমআর/সবা






















