সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বুধবার এ সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহসান হাবীব উজ্জল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর শাকিল,সিরাজগঞ্জ জেলার সেচ্ছাসেবক দল(দপ্তরের দায়িত্বে) মোঃ নাজমুল হক,সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল(সহ দপ্তরের দায়িত্বে)শাহরিয়া মামুন রাজু,সদস্য সিরাজগঞ্জ সেচ্ছাসেবক দল মোঃ এসএম রবিউল হাসান তুষার।
রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ এহিয়া আকন্দ হিরা ও রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এসকেন্দার মির্জা জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোঃ মোকাদ্দেস হোসেন সোহান আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল।
সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে দলীয় কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
কর্মী সভায় বক্তাগণ আরো বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন ও কষ্ট সহ্য করে যে সকল নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি, সেই সকল নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোকপাত করা হবে।
এমআর/সবা





















