বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। সকালে পানছড়ি উপজেলার কারিগর পাড়া ও রেজামনি পাড়ার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বিদ্যুৎহীন এলাকায় সৌর বিদ্যুতের মাধ্যমে স্থাপিত পানির প্রকল্পের উদ্বোধন কালে এসব কথা বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়নে আওতাধীন রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি স্থানীয় হেডম্যান, কারবারি মুখে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে ওই এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। আজ নবনির্মিত এই প্রকল্পটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিরোনাম
পানছড়ির দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 100
জনপ্রিয় সংবাদ

























