০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে দুর্বৃত্তের হামলায় যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ মইনুল ইসলাম ভুট্টু (৩৭)। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালানাল এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, মইনুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতি মামলাসহ ১২টি মামলা রয়েছে। হামলার সঙ্গে অতীতের শত্রুতা বা মামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে সংগঠনটির সভাপতি মোঃ জাকির হোসেনের সম্পৃক্ততা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পানছড়ি থানার ওসি জসীম উদ্দিন বলেন, আহত ভুট্টুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পানছড়িতে দুর্বৃত্তের হামলায় যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ মইনুল ইসলাম ভুট্টু (৩৭)। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালানাল এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, মইনুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতি মামলাসহ ১২টি মামলা রয়েছে। হামলার সঙ্গে অতীতের শত্রুতা বা মামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে সংগঠনটির সভাপতি মোঃ জাকির হোসেনের সম্পৃক্ততা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পানছড়ি থানার ওসি জসীম উদ্দিন বলেন, আহত ভুট্টুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা