নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে ও ইপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপিথর সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা জামায়াত নেতা মো. জাহাঙ্গীর আলম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. নাবিল ইমাম, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন, বদলগাছী সাংবাদিক সংস্থাথর সভাপতি শহীদুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জর গিফারী, ছাত্র প্রতিনিধি শুভ, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, একটি সমাজের সকল মানুষের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব বজায় রাখা, যা বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা পেশার মানুষের মধ্যে শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরী। সমাজে অশান্তি সৃষ্টিকারী গোষ্ঠীকে প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, সভায় সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য সকল পর্যায়ের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাঝহারুল ইসলাম, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ উপজেলার সাধারণ ব্যক্তিবর্গ।
এমআর/সবা






















