কু্ড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সভা কক্ষে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির অবহিতকরণ এবং বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন,কুড়িগ্রাম জেলা ব্র্যাকের কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান,ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি সম্পর্কে আঞ্চলিক ব্যবস্থাপক দীপক চন্দ্র সরকার প্রমুখ।
সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী, বঙ্গসোনাহাট, পাথরডুবি ও বলদীয়া ইউনিয়নে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির বর্তমানে ৪৮২ জন অংশগ্রহণকারী রয়েছেন যারা কর্মসূচি হতে প্রশিক্ষণ,সম্পদ, গ্রুপ ও হোম ভিজিট, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি মবিলাইজেশন সংক্রান্ত সেবা পাচ্ছেন।




















