০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় ইউনিয়ন পরিষদে চুরি, দুই ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ নথি লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত পৌণে ৪টায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পটিয়া থানার এসআই শফিক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও কালারপোল পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই বাছাই করে দেখছেন।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে জানা যায়,দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিষদের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। এখানে ইউনুচ ও ইলিয়াছ নামের দুইজন নাইটগার্ড ছিল।
তাদের অবহেলায় এ চুরির ঘটনা ঘটে। ’তিনি আরো জানান, পরিষদ ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা। এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কুসুমপুরা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

পটিয়ায় ইউনিয়ন পরিষদে চুরি, দুই ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ নথি লুট

আপডেট সময় : ০৬:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত পৌণে ৪টায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পটিয়া থানার এসআই শফিক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও কালারপোল পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা যাচাই বাছাই করে দেখছেন।কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে জানা যায়,দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পরিষদের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। এখানে ইউনুচ ও ইলিয়াছ নামের দুইজন নাইটগার্ড ছিল।
তাদের অবহেলায় এ চুরির ঘটনা ঘটে। ’তিনি আরো জানান, পরিষদ ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা। এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কুসুমপুরা ইউনিয়ন পরিষদে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা