কক্সবাজারের টেকনাফে পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় মো. জাহিদুল্লাহ (১৯) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দুপুর আড়াইটার দিকে একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে যাত্রী জাহিদুল্লাহকে আটক করে। প্রাথমিকভাবে তিনি ইয়াবা বহনের কথা অস্বীকার করলেও, তার আচরণে সন্দেহ হলে তাকে টেকনাফ সদর এলাকার নাফ সীমান্ত প্যাথলজিতে নিয়ে এক্স-রে করানো হয়।
এক্স-রেতে তার পেটের ভেতরে ডিম্বাকৃতির একাধিক বস্তু শনাক্ত হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহিদুল্লাহ স্বীকার করেন, তার পেটের ভেতরে কালো টেপে মোড়ানো ৪০টি প্যাকেটে মোট ২ হাজার পিস ইয়াবা রয়েছে।
আটক যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এই কৌশলে ইয়াবা পাচার করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবক, উদ্ধারকৃত ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি পাওয়ার ব্যাংকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/সবা























