১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুরের দুই নেতা গ্রেপ্তার

oplus_1024

ঢাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে জামালপুরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল মাহমুদ।

তিনি জানান, বুধবার রাতে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীকে এবং ফার্মগেট এলাকা থেকে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে গ্রেপ্তার করে। ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় তাদের দেখা যায় বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মী গা-ঢাকা দেয়। তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থেকে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল। ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় তাদের বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেকোনো চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই অভিযান প্রমাণ করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুরের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে জামালপুরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল মাহমুদ।

তিনি জানান, বুধবার রাতে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীকে এবং ফার্মগেট এলাকা থেকে জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল পাশাকে গ্রেপ্তার করে। ঢাকার রাজপথে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় তাদের দেখা যায় বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলার শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মী গা-ঢাকা দেয়। তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থেকে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত ছিল। ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় তাদের বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজে শনাক্ত করা হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেকোনো চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই অভিযান প্রমাণ করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত।”

এমআর/সবা