বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নতুন এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত ১১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন।
অনুমোদনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফেনী ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্ট’স অর্ডার নং ২৬ অব ১৯৭৩) এর ৯৮(১) ধারার ক্ষমতাবলে কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ হবে ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস।
নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগরদক্ষিন শূরার সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ।
সদস্যদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবিপার্টির সদস্য সচিব মুহাম্মদ ফজলুল হক, সাইবার ইউজার দলের যুগ্ম-সম্পাদক ডা. জিয়া উদ্দিন লাভিম, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রশিদ আহমদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মোতাহের হোসাইন তুহিন, দৈনিক ফেনীর সময়ের চীফ রিপোর্টার আরিফ আজম, এবং জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের।
উল্লেখ্য, এই এ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যা সোসাইটির গঠনতন্ত্রের ধারা অনুযায়ী প্রযোজ্য হবে।
ফেনী ইউনিটের সহকারি পরিচালক আব্দুল মান্নান নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর/সবা























