১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে এবং স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।

 

এ বিষয়ে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, “আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রম হবে।”

একজন স্থানীয় বাসিন্দা জানান, “শিক্ষার্থীদের এই উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরেছি। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, “আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, শিক্ষার্থীরা হাতেকলমে এই প্রক্রিয়া শিখেছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময় নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।”

এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রেখেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এই মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে এবং স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।

 

এ বিষয়ে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, “আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রম হবে।”

একজন স্থানীয় বাসিন্দা জানান, “শিক্ষার্থীদের এই উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পেরেছি। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, “আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, শিক্ষার্থীরা হাতেকলমে এই প্রক্রিয়া শিখেছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময় নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।”

এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রেখেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

এমআর/সবা