চট্টগ্রামের হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আব্বাসিয়া পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযানে রাস্তায় প্রকাশ্যে গাঁজা সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনটি মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
ইউএনও আবদুল্লাহ আল মুমিন বলেন, “সামাজিক শৃঙ্খলা ও যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সবা
শিরোনাম
হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড
-
মোঃ একরামুল হক হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 185
জনপ্রিয় সংবাদ























