০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে চবি ছাত্রলীগের হামলায় আহত সেই মাহবুব এবার চাকসু নির্বাচনে প্রার্থী

২৪’র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হাতে শহিদ মিনারে গুরুতর আহত হওয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহবুবুর রহমান আসন্ন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গেল বৃহস্পতিবার তিনি শিবির প্যানেল থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ডোপ টেস্টও করিয়েছেন। ২০২৪ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হন তিনি। তার মাথার মাঝামাঝিতে কাট এবং দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে যান এবং মাথা থেকে রক্তের বন্যা বয়ে যায়। পরে বন্ধুরা ধরে হাসপাতাল নিয়ে যায়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুব। হামলার দুঃসহ স্মৃতি সঙ্গী হয়েও তিনি আবার রাজনীতির ময়দানে ফিরেছেন।

মাহবুবুর রহমান বলেন, “ আমি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ৫ আগস্টের পর থেকে রাজনীতির মাঠ আমরা সাধারণ শিক্ষার্থীরা যাদের হাতে ছেড়ে দিয়েছিলাম, তাদের অনেকেই আমাদের আশাহত করেছেন। এই অভিজ্ঞতা আমাকে উপলব্ধি করিয়েছে শুধু আল্লাহর উপর ভরসা রেখে, সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করাটাই সবচেয়ে জরুরি।”

তিনি আরও বলেন, “আমার নেতা হওয়ার কোনো লোভ বা ব্যক্তিগত স্বার্থ নেই। যদি ক্ষমতার মোহ আমাকে আকৃষ্ট করতো, তাহলে ৫ আগস্টের পর অন্যায় পথে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি সেসব থেকে দূরে থেকেছি। আমি শুধু আপনাদের কণ্ঠস্বর হতে চাই।”

মাহবুব বিশ্বাস করেন, সাধারণ শিক্ষার্থীরাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, “আমার সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তাদের ভালোবাসা, সহায়তা, সাহস ও অব্যাহত সমর্থন নিয়েই আমি নির্বাচনে এগিয়ে যাবো।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

জুলাই আন্দোলনে চবি ছাত্রলীগের হামলায় আহত সেই মাহবুব এবার চাকসু নির্বাচনে প্রার্থী

আপডেট সময় : ১২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

২৪’র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হাতে শহিদ মিনারে গুরুতর আহত হওয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাহবুবুর রহমান আসন্ন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গেল বৃহস্পতিবার তিনি শিবির প্যানেল থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ডোপ টেস্টও করিয়েছেন। ২০২৪ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ছাত্রলীগের হামলায় মারাত্মক আহত হন তিনি। তার মাথার মাঝামাঝিতে কাট এবং দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে যান এবং মাথা থেকে রক্তের বন্যা বয়ে যায়। পরে বন্ধুরা ধরে হাসপাতাল নিয়ে যায়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুব। হামলার দুঃসহ স্মৃতি সঙ্গী হয়েও তিনি আবার রাজনীতির ময়দানে ফিরেছেন।

মাহবুবুর রহমান বলেন, “ আমি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ৫ আগস্টের পর থেকে রাজনীতির মাঠ আমরা সাধারণ শিক্ষার্থীরা যাদের হাতে ছেড়ে দিয়েছিলাম, তাদের অনেকেই আমাদের আশাহত করেছেন। এই অভিজ্ঞতা আমাকে উপলব্ধি করিয়েছে শুধু আল্লাহর উপর ভরসা রেখে, সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করাটাই সবচেয়ে জরুরি।”

তিনি আরও বলেন, “আমার নেতা হওয়ার কোনো লোভ বা ব্যক্তিগত স্বার্থ নেই। যদি ক্ষমতার মোহ আমাকে আকৃষ্ট করতো, তাহলে ৫ আগস্টের পর অন্যায় পথে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমি সেসব থেকে দূরে থেকেছি। আমি শুধু আপনাদের কণ্ঠস্বর হতে চাই।”

মাহবুব বিশ্বাস করেন, সাধারণ শিক্ষার্থীরাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, “আমার সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তাদের ভালোবাসা, সহায়তা, সাহস ও অব্যাহত সমর্থন নিয়েই আমি নির্বাচনে এগিয়ে যাবো।