রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাত পর্যন্ত।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গণমাধ্যমকে জানান, অভিযানে এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ককটেল ও পেট্রোল বোমা। এ ছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “অভিযানে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিরাপদে এগুলো অপসারণ করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।”
স্থানীয়দের আতঙ্ক
হঠাৎ করে এত বড় পুলিশি অভিযানে জেনেভা ক্যাম্পের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বহুদিন ধরে ক্যাম্প এলাকায় মাদক বেচাকেনা এবং সন্ত্রাসীদের আধিপত্য চলছিল। বারবার অভিযোগের পর অবশেষে এ অভিযান শুরু হলো।
ক্যাম্পে বসবাসরত এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানে মাদক ব্যবসায়ীদের ভয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ। সন্ধ্যার পরই ভয়ে বাইরে বের হওয়া যায় না। পুলিশের এ অভিযান হয়তো এলাকাকে কিছুটা স্বস্তি দেবে।”
পুলিশের অবস্থান
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডে জেনেভা ক্যাম্প থেকে সরবরাহ হওয়া বিস্ফোরক ও মাদক ব্যবহার হওয়ার তথ্য তাদের হাতে আসে। এ কারণেই হঠাৎ এ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক ও অস্ত্র চক্রের আরও সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
অভিযান চলমান
অভিযানের সময় জেনেভা ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন। রাত পর্যন্ত অভিযান অব্যাহত ছিল এবং পুলিশের দাবি, পুরো এলাকা তল্লাশি শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
এমআর/সবা
























