ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল, নোটপ্যাড ও বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে সময় নষ্ট না করে পড়াশোনা ও গবেষণায় মনোযোগী হতে হবে। শিক্ষা শেষে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উচ্চশিক্ষার সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে জ্ঞানের মুক্ত প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রকৃত শিক্ষা তখনই সফল, যখন তা ব্যক্তি ও সমাজের কল্যাণে ব্যবহৃত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।
প্রসঙ্গত, দুই দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনে অন্য পাঁচটি অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এমআর/সবা


























