চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে হল সংসদ পর্যায়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন নবাব ফয়জুন্নেছা হলের ১১ জন প্রার্থী। ভিপি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন পারমিতা চাকমা।
গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়জুন্নেছা হলের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা,সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রত্যাশা চাকমা,দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তীন্নী,সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান গবেষণা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা,যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে অনন্যা চাকমা,প্রমিতা ত্রিপুরা ও শিপ্রা তনচংগ্যা নির্বাচিত হতে যাচ্ছেন।
এমআর/সবা


























