বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমান সময়ে গণমাধ্যম আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, তাই সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
২২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা দেন। এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটির ২৪ জন সাংবাদিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ সহায়তার চেক দেওয়া হয়। একই দিনে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।ৎ
এমআর/সবা























