বাংলাদেশে তথা সারাবিশ্বে কল্যাণমূলক কার্যক্রমের একমাত্র দল হলে সেটি জাকের পার্টি—এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন। তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে ১ নং তালম ইউনিয়নের গোন্তা বাজারে দলের সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
আলমগীর হোসেন আরও বলেন, “রাষ্ট্রের সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে নির্বাচনের ধারার গুণগত পরিবর্তন সম্ভব। আগামী নির্বাচনে জাকের পার্টিই সরকার গঠন করবে। আমাদের নেতা বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরির নেতৃত্বে, যিনি চরিত্রে নির্ভেজাল এবং মিথ্যার সঙ্গে কখনো আপোষ করেননি। তাই সবাই জাকের পার্টির সঙ্গে থাকুন এবং বাংলাদেশকে বাঁচান। জনগণ এবার এমন নেতাকেই ভোট দেবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি, সাংগঠনিক বিভাগ সিরাজগঞ্জ মোঃ আব্দুল গণি মোল্লা, সিরাজগঞ্জ কৃষক ফ্রন্টের সভাপতি খন্দকার মোঃ আলাউদ্দিন, তাড়াশ উপজেলার সভাপতি মোঃ ইদ্রিস আলী, মহিলা ফ্রন্টের সভাপতি মোছাঃ হেনা তালুকদার।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোঃ আবু সাঈদ। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এমআর/সবা




















