খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার এক স্কুল এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি পেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দূরপাল্লা সব ধরণের যানবাহন বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন আমাদেরকে জানিয়েছেন শয়নশীল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করেন। এ ঘটনায় বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার রাতে গণধর্ষন করা হয়। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়া হয়।
শিরোনাম
খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০১:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 46
জনপ্রিয় সংবাদ




















