০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিম উদ্দিনের ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ৫ জুন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ভুক্তভোগী পরিবারের আবেদন যাচাই-বাছাই শেষে মামলা রজু করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না।

গত কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে কয়েকজন লোক হালিম উদ্দিনকে ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেয়। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকেই তিনি ঘরবন্দি জীবনযাপন করছেন।

 

হালিম উদ্দিন অভিযোগ করে বলেন, চা-নাশতা খাওয়ার জন্য জোরাজুরি করলে তিনি রাজি না হওয়ায় কয়েকজন মিলে তাকে অপমানজনকভাবে চুল-দাড়ি কেটে দেয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনাকে ব্যক্তির শারীরিক অখণ্ডতা ও মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি এমন অমানবিক আচরণ নিন্দনীয় ও বেআইনি। আসামিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো সভ্য সমাজে এ ধরনের জোর-জুলুম মেনে নেওয়া যায় না।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা

আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল-দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিম উদ্দিনের ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ৫ জুন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ভুক্তভোগী পরিবারের আবেদন যাচাই-বাছাই শেষে মামলা রজু করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না।

গত কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে কয়েকজন লোক হালিম উদ্দিনকে ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেয়। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকেই তিনি ঘরবন্দি জীবনযাপন করছেন।

 

হালিম উদ্দিন অভিযোগ করে বলেন, চা-নাশতা খাওয়ার জন্য জোরাজুরি করলে তিনি রাজি না হওয়ায় কয়েকজন মিলে তাকে অপমানজনকভাবে চুল-দাড়ি কেটে দেয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনাকে ব্যক্তির শারীরিক অখণ্ডতা ও মৌলিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি এমন অমানবিক আচরণ নিন্দনীয় ও বেআইনি। আসামিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো সভ্য সমাজে এ ধরনের জোর-জুলুম মেনে নেওয়া যায় না।

এমআর/সবা