০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ৫ দফা দাবিতে ফার্টিলাইজার ডিলারদের সংবাদ সম্মেলন

রংপুরে সার ডিলাররা পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মাহফুজার রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সভাপতিত্ব করেন সভাপতি আব্দুস ছালাস, এবং অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডিলাররা জানান, জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়লেও সার পরিবহনের জন্য নির্ধারিত ভাড়া বৃদ্ধি করা হয়নি। ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয় ও লোড-আনলোডসহ অন্যান্য খরচ বেড়েছে, কিন্তু বিক্রয় কমিশন অপরিবর্তিত রয়েছে। তারা পরিবহন খরচ ও কমিশন সমন্বয় এবং একই পরিবারের একাধিক সদস্যের পৃথক ব্যবসা অব্যাহত রাখার দাবি জানান।

ডিলাররা আরও জানান, ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও বাজারে তা ১২৯০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। অন্যদিকে, নন-ইউরিয়া সারের দাম ক্রমবর্ধমান হওয়ায় সুষম সারের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে।

বিস্তারিত তুলে ধরা হয়েছে যে, বরাদ্দকৃত সার নোয়াপাড়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও নগরবাড়ী ঘাট থেকে সরবরাহ করা হচ্ছে, যেখানে পরিবহন সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকটের কারণে সময়মতো সরবরাহ কঠিন হচ্ছে। তাই ডিলাররা জেলা পর্যায়ে সার মজুত ও সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংগঠন থেকে জানানো হয়েছে, বিসিআইসি ডিলাররা ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করছেন এবং ১০০ শতাংশ ইউরিয়া সার উত্তোলন করে আসছেন। তারা সরকারের কাছে শত কোটি টাকার বিনিয়োগের ভিত্তিতে দ্রুত দাবি বাস্তবায়নের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ১৫০ ফিলিস্তিনি ইসরাইলের হাতে আটক

রংপুরে ৫ দফা দাবিতে ফার্টিলাইজার ডিলারদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে সার ডিলাররা পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মাহফুজার রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। সভাপতিত্ব করেন সভাপতি আব্দুস ছালাস, এবং অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডিলাররা জানান, জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়লেও সার পরিবহনের জন্য নির্ধারিত ভাড়া বৃদ্ধি করা হয়নি। ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয় ও লোড-আনলোডসহ অন্যান্য খরচ বেড়েছে, কিন্তু বিক্রয় কমিশন অপরিবর্তিত রয়েছে। তারা পরিবহন খরচ ও কমিশন সমন্বয় এবং একই পরিবারের একাধিক সদস্যের পৃথক ব্যবসা অব্যাহত রাখার দাবি জানান।

ডিলাররা আরও জানান, ইউরিয়া সারের সরকার নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও বাজারে তা ১২৯০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে। অন্যদিকে, নন-ইউরিয়া সারের দাম ক্রমবর্ধমান হওয়ায় সুষম সারের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে।

বিস্তারিত তুলে ধরা হয়েছে যে, বরাদ্দকৃত সার নোয়াপাড়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও নগরবাড়ী ঘাট থেকে সরবরাহ করা হচ্ছে, যেখানে পরিবহন সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকটের কারণে সময়মতো সরবরাহ কঠিন হচ্ছে। তাই ডিলাররা জেলা পর্যায়ে সার মজুত ও সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংগঠন থেকে জানানো হয়েছে, বিসিআইসি ডিলাররা ১৯৯৫-৯৬ অর্থবছর থেকে সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করছেন এবং ১০০ শতাংশ ইউরিয়া সার উত্তোলন করে আসছেন। তারা সরকারের কাছে শত কোটি টাকার বিনিয়োগের ভিত্তিতে দ্রুত দাবি বাস্তবায়নের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমআর/সবা