০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সম্প্রীতি রক্ষায় পুলিশের দৃঢ় অঙ্গীকার

রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, “রাঙ্গামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছে কেবল রাঙ্গামাটিবাসী।” তিনি শ্রমিকদের অনুরোধ করেন, যেকোনো গুজব বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও গভীর হবে। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সকলের মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটি দেশের ‘সম্প্রীতির মডেল জেলা’ হিসেবে পরিচিত হবে।

এমআর/সবা

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

রাঙ্গামাটিতে সম্প্রীতি রক্ষায় পুলিশের দৃঢ় অঙ্গীকার

আপডেট সময় : ০৮:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাঙ্গামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, “রাঙ্গামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছে কেবল রাঙ্গামাটিবাসী।” তিনি শ্রমিকদের অনুরোধ করেন, যেকোনো গুজব বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও গভীর হবে। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, সকলের মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটি দেশের ‘সম্প্রীতির মডেল জেলা’ হিসেবে পরিচিত হবে।

এমআর/সবা