১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ের কথা বলে পাকিস্তানে ফয়সাল, টিটিপির হয়ে লড়াইয়ে নিহত

মাদারীপুরের ফয়সাল মোড়ল (২১) দুবাইয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে যোগ দেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি)। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সে দেশের সেনা অভিযানে তিনি নিহত হন।

পাকিস্তানের গণমাধ্যমে ফয়সালের ছবি প্রকাশের পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। নিহত ফয়সাল সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে।

পরিবার জানায়, দেশে থাকতে ঢাকার জগন্নাথপুরে বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করতেন ফয়সাল। ২০২৪ সালের মার্চে তিনি জানান, দুবাইয়ে একটি হিজামা সেন্টারে চাকরি করবেন। এরপর সেখানেই যাচ্ছেন বলে বেরিয়ে পড়েন। সর্বশেষ গত কোরবানির ঈদের আগে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় তাঁর।

পাকিস্তানি বাহিনী অভিযানে নিহত টিটিপির ১৭ সদস্যের মধ্যে ফয়সালও ছিলেন। তাঁর কাছ থেকে বাংলাদেশি আইডি কার্ড, টাকা ও নথিপত্র উদ্ধার করা হয়।

শোকাহত মা চায়না বেগম বলেন,
“আমার ছেলে দুবাইয়ের কথা বলে বের হয়েছিল, কিন্তু পাকিস্তানে গেল কীভাবে আমরা জানতাম না। সে প্রতারণার শিকার হয়েছে। আমি চাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার হোক। আর ছেলের লাশ যেন দেশে ফেরত আনা হয়, অন্তত একবার শেষ দেখা পাই।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পরিবার চাইলে লাশ দেশে আনার বিষয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুবকদের যেন কোনোভাবে জঙ্গি সংগঠনের খপ্পরে পড়তে না হয়, সে বিষয়ে পরিবারকে আরও সজাগ থাকতে হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

দুবাইয়ের কথা বলে পাকিস্তানে ফয়সাল, টিটিপির হয়ে লড়াইয়ে নিহত

আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরের ফয়সাল মোড়ল (২১) দুবাইয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে যোগ দেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানে (টিটিপি)। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সে দেশের সেনা অভিযানে তিনি নিহত হন।

পাকিস্তানের গণমাধ্যমে ফয়সালের ছবি প্রকাশের পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। নিহত ফয়সাল সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে।

পরিবার জানায়, দেশে থাকতে ঢাকার জগন্নাথপুরে বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করতেন ফয়সাল। ২০২৪ সালের মার্চে তিনি জানান, দুবাইয়ে একটি হিজামা সেন্টারে চাকরি করবেন। এরপর সেখানেই যাচ্ছেন বলে বেরিয়ে পড়েন। সর্বশেষ গত কোরবানির ঈদের আগে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় তাঁর।

পাকিস্তানি বাহিনী অভিযানে নিহত টিটিপির ১৭ সদস্যের মধ্যে ফয়সালও ছিলেন। তাঁর কাছ থেকে বাংলাদেশি আইডি কার্ড, টাকা ও নথিপত্র উদ্ধার করা হয়।

শোকাহত মা চায়না বেগম বলেন,
“আমার ছেলে দুবাইয়ের কথা বলে বের হয়েছিল, কিন্তু পাকিস্তানে গেল কীভাবে আমরা জানতাম না। সে প্রতারণার শিকার হয়েছে। আমি চাই, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার হোক। আর ছেলের লাশ যেন দেশে ফেরত আনা হয়, অন্তত একবার শেষ দেখা পাই।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পরিবার চাইলে লাশ দেশে আনার বিষয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুবকদের যেন কোনোভাবে জঙ্গি সংগঠনের খপ্পরে পড়তে না হয়, সে বিষয়ে পরিবারকে আরও সজাগ থাকতে হবে।

এমআর/সবা