০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পূজায় নাশকতার অভিযোগে প্রবাসী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে ফেনী মডেল থানায় নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে আওয়ামী লীগের গুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলার নেতৃত্ব দিয়ে তিনি একাধিক নেতাকর্মীকে মারাত্মক আহত করার অভিযোগেও অভিযুক্ত।

পরিবারের দাবি ভিন্ন। তাঁদের মতে, জুলাই আন্দোলনের সময় সুকলভ মজুমদার দেশে ছিলেন না। তিনি দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে অবস্থান করছিলেন। তাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

এমআর/সবা

হাতিয়ায় জেলের জালে ধরা পড়লো বিরল গঙ্গা কাছিম

ফেনীতে পূজায় নাশকতার অভিযোগে প্রবাসী আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে ফেনী মডেল থানায় নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে আওয়ামী লীগের গুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলার নেতৃত্ব দিয়ে তিনি একাধিক নেতাকর্মীকে মারাত্মক আহত করার অভিযোগেও অভিযুক্ত।

পরিবারের দাবি ভিন্ন। তাঁদের মতে, জুলাই আন্দোলনের সময় সুকলভ মজুমদার দেশে ছিলেন না। তিনি দক্ষিণ আফ্রিকায় কর্মস্থলে অবস্থান করছিলেন। তাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

এমআর/সবা