০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁকা ক্যাম্পাসে পশুপাখির পাশে রাবির ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদার্ত পশুপাখি। আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিন ও ক্যাম্পাসের হোটেলগুলো বন্ধ থাকায় খাবারের সংকটে পড়ে কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো।

এই পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা পশুপাখির পাশে দাঁড়িয়েছেন। গত চার দিন ধরে তারা ক্যাম্পাসে কুকুর-বিড়ালকে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন। অসুস্থ ও আহত প্রাণীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

জিমনেসিয়ামের সামনে বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহ বলেন, “ক্যাম্পাস বন্ধ থাকায় পশুপাখিরা সবচেয়ে বিপাকে পড়েছে। তাই আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি এবং ক্যাম্পাস খোলা না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।”

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আর-রাফি (রাফি) জানান, নির্বাচিত হলে তিনি ক্যাম্পাসে পশুপাখির কল্যাণে আরও কাজ করবেন। তিনি বলেন, “ডাইনিং-ক্যান্টিন মালিকদের উচ্ছিষ্ট খাবার বিক্রি না করে পশুপাখির জন্য রাখতে হবে। আমরা এই প্রথা বন্ধ করতে চাই।”

ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “পশুপাখিও আমাদের সমাজের অংশ। আমরা সবাইকে আহবান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য।”

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “প্রশংসার জন্য নয়, মানবিক দায়িত্ব থেকেই আমরা পশুপাখির পাশে দাঁড়িয়েছি। কোনও প্রাণীই খাবারের অভাবে মৃত্যুর মুখে থাকা উচিত নয়।”

এভাবে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল ক্যাম্পাস বন্ধ থাকার সময় পশুপাখির কল্যাণে মানবিক উদাহরণ স্থাপন করেছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

ফাঁকা ক্যাম্পাসে পশুপাখির পাশে রাবির ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’

আপডেট সময় : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদার্ত পশুপাখি। আবাসিক হলের ডাইনিং-ক্যান্টিন ও ক্যাম্পাসের হোটেলগুলো বন্ধ থাকায় খাবারের সংকটে পড়ে কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো।

এই পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা পশুপাখির পাশে দাঁড়িয়েছেন। গত চার দিন ধরে তারা ক্যাম্পাসে কুকুর-বিড়ালকে ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন। অসুস্থ ও আহত প্রাণীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

জিমনেসিয়ামের সামনে বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাসুম বিল্লাহ বলেন, “ক্যাম্পাস বন্ধ থাকায় পশুপাখিরা সবচেয়ে বিপাকে পড়েছে। তাই আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি এবং ক্যাম্পাস খোলা না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।”

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আর-রাফি (রাফি) জানান, নির্বাচিত হলে তিনি ক্যাম্পাসে পশুপাখির কল্যাণে আরও কাজ করবেন। তিনি বলেন, “ডাইনিং-ক্যান্টিন মালিকদের উচ্ছিষ্ট খাবার বিক্রি না করে পশুপাখির জন্য রাখতে হবে। আমরা এই প্রথা বন্ধ করতে চাই।”

ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, “পশুপাখিও আমাদের সমাজের অংশ। আমরা সবাইকে আহবান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য।”

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “প্রশংসার জন্য নয়, মানবিক দায়িত্ব থেকেই আমরা পশুপাখির পাশে দাঁড়িয়েছি। কোনও প্রাণীই খাবারের অভাবে মৃত্যুর মুখে থাকা উচিত নয়।”

এভাবে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল ক্যাম্পাস বন্ধ থাকার সময় পশুপাখির কল্যাণে মানবিক উদাহরণ স্থাপন করেছে।

এমআর/সবা