পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাসে বহিরাগতদের নাচ-গানে মেতে ওঠার ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি বাস রিকুইজিশনের মাধ্যমে বহিরাগত যাত্রী নিয়ে মির্জাগঞ্জে যায়। ফেসবুক লাইভে দেখা যায়, বাসে গান, নাচ ও উন্মত্ততা চলছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।
তাদের অভিযোগ, শিক্ষার্থীরা বাস সংকটে ভোগলেও বহিরাগতদের অবাধে বাস ব্যবহারে প্রশাসন নীরব।
বাসটি রিকুইজিশনকারী সেকশন অফিসার দাবি করেন, এটি ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া হয়েছিল। তবে ভিডিওতে খেলার আয়োজনে যাওয়ার প্রমাণ মেলে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মো. কামাল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/সবা


























