নরসিংদী সদর উপজেলার আরশীনগর মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়কালে দুই যুবককে হাতেনাতে আটক করলে পুলিশের ওপর হামলা চালায় চাঁদাবাজ চক্র।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম গুরুতর আহত হন। হামলাকারীরা আটক দুজনকে ছিনিয়ে নেয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরপুর এলাকায় লাশ উদ্ধারের পর ফেরার পথে ঘটনাটি ঘটে। হামলাকারীরা আনোয়ার হোসেনকে ঘাড়, পা ও শরীরে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ার হোসেন জানান, আরশীনগর মোড়ের সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজনই হামলা চালিয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
নরসিংদী জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “আমি মিটিংয়ে আছি, ঘটনাটি জানার চেষ্টা করছি।”
এমআর/সবা




















