০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মমারিজপুর হাইস্কুলে সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণের মিলন মেলা

ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শনিবার (৪ অক্টোবর) নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ এবং ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

 

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ এবং সাংস্কৃতিক কর্মী আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা ১৯৭৫ সালের এই বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা, কেক কাটা, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে দেশের বিশিষ্ট ফোক শিল্পী সুকুমার বাউল গান পরিবেশন করবেন।

আগত শিক্ষার্থীরা জানান, এই মিলনমেলা তাদের জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে। বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সঠিক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে, শুক্রবার বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা ও সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিপিএলে শেষের নাটকীয়তার পর ৫ রানে জিতল রাজশাহী

মমারিজপুর হাইস্কুলে সুবর্ণজয়ন্তীতে নবীন প্রবীণের মিলন মেলা

আপডেট সময় : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শনিবার (৪ অক্টোবর) নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয়। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তাবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ এবং ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

 

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব মতিউর রহমান চৌধুরী পলাশ এবং সাংস্কৃতিক কর্মী আশরাফুল হক আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা ১৯৭৫ সালের এই বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা, কেক কাটা, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে দেশের বিশিষ্ট ফোক শিল্পী সুকুমার বাউল গান পরিবেশন করবেন।

আগত শিক্ষার্থীরা জানান, এই মিলনমেলা তাদের জীবনের স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে। বক্তারা শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সঠিক জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে, শুক্রবার বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা ও সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমআর/সবা