কক্সবাজারে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি অংশ নেন।
জেলা প্রশাসক মো: আ: মান্নান বলেন, “টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। এটি শিশুদের জীবন রক্ষা এবং দীর্ঘ মেয়াদে টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ।”
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার। জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া সাংবাদিক, এনজিও ও স্বাস্থ্যকর্মীরা মতামত পেশ করেন।
জানানো হয়, ১২ অক্টোবর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ করে বিনামূল্যে টিকা দেওয়া হবে। জেলায় মোট ২,৯৩৬টি কেন্দ্রে ৯,০৬,৫৫৪ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্য রাখা হয়েছে।
এমআর/সবা






















