চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে শওকত ওসমান (২৮) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ছয়তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগর এলাকার বাসিন্দা। আহত হয়েছেন আরও দুইজন টেকনিশিয়ান—তানভীর ও মেসকাত। তাঁরা দুজনেই পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসির বক্স লাইনের মেরামতের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। শওকত গুরুতর দগ্ধ হয়ে সাততলা থেকে পড়ে মাথায় আঘাত পান এবং শরীরের ৯৫ শতাংশ পুড়ে যান। দুপুর ৩টার দিকে তিনি আইসিইউতে মারা যান। আহত দুইজনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে।
এমআর/সবা





















