রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা বড়ুয়া পাড়ার কৃতি সন্তান চয়ন বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে “সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক” পদে নির্বাচিত হয়েছেন।
চয়ন বড়ুয়া শিক্ষক দম্পতির বড় সন্তান। তিনি মৈইশকুম ওসমান সরওয়ার আলম চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর পিতা, জনাব মাস্টার মনু হরি বড়ুয়া একজন শিক্ষাবিদ।
চয়ন বড়ুয়ার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য তিনি অনুপ্রেরণার উৎস। এলাকার মানুষ তাঁর অর্জনকে উদযাপন করছেন এবং গর্বিত চোখে দেখছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধা, সততা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত চয়ন বড়ুয়ার ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর পিতা-মাতা, শিক্ষক, সহপাঠী ও রামুবাসি।
এমআর/সবা























