০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

 

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময় : ০৩:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

 

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এমআর/সবা