ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত হওয়া ব্যাংকারদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সাদাত আহমেদ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকাররা অন্যায় ও চাপের শিকার হয়েছেন। যারা নীতি ও ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের পাশে বিএনপি সবসময় থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাদাত আহমেদ বলেন, জনগণের অধিকার রক্ষায় যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা কোনোদিন একা নন। বিএনপি সবসময় অন্যায়ের শিকার মানুষের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দমননীতি চালু হয়েছে। এর ফলে অনেক যোগ্য কর্মকর্তা চাকরি হারাচ্ছেন, যা রাষ্ট্র ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর।
অনুষ্ঠানে চাকরিচ্যুত ব্যাংকাররা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহমর্মিতা তাদের কঠিন সময়ের মধ্যে শক্তি ও সাহস জোগাবে।
এমআর/সবা

























