ফেনীর মহিপাল এলাকায় স্টার গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে মো: হানিফ (৩৭) নামে এক যুবক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) ভোর রাতে হোটেলের কক্ষে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। হানিফ সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের আনার আহমেদের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে।
এমআর/সবা


























