১২:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদার মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনর্বহাল করে দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে দিদারুল আলম মিয়াজীকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনপত্রের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।

দলীয় সূত্রে জানানো হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এখন থেকে দিদারুল আলম মিয়াজী দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলের শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত মিরসরাইয়ে দলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিদারুল আলম মিয়াজী বলেন, “বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এছাড়া বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাবে ভেন্যু

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদার মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৮:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনর্বহাল করে দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির দলীয় প্যাডে সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বে দিদারুল আলম মিয়াজীকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনপত্রের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।

দলীয় সূত্রে জানানো হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এখন থেকে দিদারুল আলম মিয়াজী দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলের শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত মিরসরাইয়ে দলকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিদারুল আলম মিয়াজী বলেন, “বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এছাড়া বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এমআর/সবা