খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেন প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।
অভিযানে হাসপাতালের আবাসিক এলাকা, ড্রেন ও প্রাঙ্গণের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুরো হাসপাতাল চত্বরকে করে তোলা হয় পরিচ্ছন্ন।
বিডি ক্লিনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে এলাকায় দুর্গন্ধ ও পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছিল। তাই স্থানীয়দের সচেতন করা এবং একটি পরিচ্ছন্ন হাসপাতাল পরিবেশ গড়ে তোলাই ছিল তাঁদের লক্ষ্য।
অভিযানে অংশ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, “বিডি ক্লিনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজে এ ধরনের কাজ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।”
বিডি ক্লিন দীঘিনালা উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান বলেন, “আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতেও এমন কর্মসূচি চলবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিডি ক্লিনের উপদেষ্টা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার সোহানুর রহমান, খাগড়াছড়ি বিডি ক্লিনের সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ এবং সদস্য তাসলিমা আক্তার আখি প্রমুখ।
চিকিৎসা নিতে আসা রোগী কল্পরঞ্জন চাকমা বলেন, “আগে হাসপাতাল এলাকায় ময়লার গন্ধে থাকা দায় ছিল, এখন চারপাশ পরিষ্কার হয়ে অনেকটা স্বস্তি মিলেছে।”
এমআর/সবা























