১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় এই পরীক্ষা ।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর বেরোবি কেন্দ্রে ৩ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো ছিল। তবে কিছু প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। তারপরও চেষ্টা করেছি সব প্রশ্নের উত্তর দিতে। এতদিনের পরিশ্রম যেন সফল হয়—এই প্রত্যাশাই এখন সবচেয়ে বেশি।

পরীক্ষার্থী ইমন আলী বলেন, বাংলা ও ইংরেজি সহজ, তবে সাধারণ জ্ঞান কিছুটা কঠিন লেগেছে। আশা করছি ভালো ফল হবে।

ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন,আমরা এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম খুঁজে পায়নি এবং কোন দুর্ঘটনা ঘটেনি।
আমাদের কেন্দ্রে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় এই পরীক্ষা ।

জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর বেরোবি কেন্দ্রে ৩ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো ছিল। তবে কিছু প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে সাধারণ জ্ঞান অংশে। তারপরও চেষ্টা করেছি সব প্রশ্নের উত্তর দিতে। এতদিনের পরিশ্রম যেন সফল হয়—এই প্রত্যাশাই এখন সবচেয়ে বেশি।

পরীক্ষার্থী ইমন আলী বলেন, বাংলা ও ইংরেজি সহজ, তবে সাধারণ জ্ঞান কিছুটা কঠিন লেগেছে। আশা করছি ভালো ফল হবে।

ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন,আমরা এখন পর্যন্ত কোন ধরনের অনিয়ম খুঁজে পায়নি এবং কোন দুর্ঘটনা ঘটেনি।
আমাদের কেন্দ্রে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, “আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।

এমআর/সবা