ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও মুক্তিযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। ফোরাম দেশের সকল রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের স্বাক্ষরিত বিবৃতিতে হামলাকারীদের দ্রুত চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজের পর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে ওসমান হাদিকে লক্ষ্য করে যে গুলিবর্ষণ করা হয়েছে, তা গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত।
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলামও বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা বলেন, হামলাকারীর পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা না ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপের মাধ্যমে সকল রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ফোরাম আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথ রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না। তারা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


























