জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ১০টা দিকে রেলওয়ে থানাধীন জামালপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে থাকা পোশাক ও শারীরিক অবয়ব দেখে বয়স অনুমান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের জানানো হবে।




















