পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় তিনটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই হামলা ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই সংঘটিত হয় এবং লাতিন আমেরিকায় উত্তেজনা নতুন করে বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক জলসীমায় ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়েছে। প্রথম জাহাজে ৩, দ্বিতীয়টিতে ২ এবং তৃতীয়টিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ভেনেজুয়েলা হামলা ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধিকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। দেশটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও মিত্ররা তাদের তেল ও গ্যাস সম্পদ লুটতে এই পদক্ষেপ নিয়েছে। এদিকে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে বিমানবন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে, যা সামরিক উপস্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে।
যুক্তরাষ্ট্রের পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একই জবাবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছেন।
এমআর/সবা


























