০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে রাস্তার পাশে পাওয়া নবজাতক শিশুটি পেলো বৈধ অভিভাবক

জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী কন্যা শিশুর অবশেষে আশ্রয় হলো সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে।

জানা যায়, গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশু কল্যাণ বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন ওই শিশুকে এক পরিবারের নিকট বৈধ অভিভাবক হিসাবে হস্তান্তর করেন।

উল্লেখ, গত ৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে ইসলামপুর শহরের মোশাররফগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একদিন বয়সী নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু নিরাপত্তা ও প্রতিপালন বিধি মোতাবেক বৈধ অভিভাবকের খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই নবজাতক শিশুর বৈধ অভিভাবক না থাকায় শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠা এবং পুনর্বাসনের লক্ষ্যে বৈধ অভিভাবক খোঁজা হচ্ছে।

উক্ত শিশুটির বৈধ অভিভাবক হতে আগ্রহী ব্যক্তিদের গত ১০ ডিসেম্বর ২০২৫ বেলা ১২ ঘটিকার মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে উপজেলা সমাজসেবা দপ্তরে জমা দিতে বলা হয়।

প্রেসবিজ্ঞপ্তিটি দৈনিক সবুজ বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর আগ্রহী অর্ধশতাদিক দম্পতির পূর্ণাঙ্গ এক কপি ছবি, দম্পতির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও জীবনবৃত্তান্ত সংযুক্তসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেন ।

পাঁচ দিন পুলিশি তদন্ত, আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয় তদন্ত করে শিশুটির লালনপালন ও অভিভাবকের দায়িত্ব পালনে সক্ষম এমন পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শিশুর ভবিষ্যৎ জীবন সুন্দর ও শুভকামনায় পরিবারটির নাম গোপন রাখা হয়েছে।

মানবিক এই কাজের জন্য নবাগত ইউএনও নাজমুল হুসাইনের মানবিক কার্যক্রমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুধী সমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

জামালপুরে রাস্তার পাশে পাওয়া নবজাতক শিশুটি পেলো বৈধ অভিভাবক

আপডেট সময় : ০৬:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

জামালপুরের ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া একদিন বয়সী কন্যা শিশুর অবশেষে আশ্রয় হলো সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে।

জানা যায়, গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশু কল্যাণ বোর্ডের ১০ সদস্যের উপস্থিতিতে ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন ওই শিশুকে এক পরিবারের নিকট বৈধ অভিভাবক হিসাবে হস্তান্তর করেন।

উল্লেখ, গত ৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে ইসলামপুর শহরের মোশাররফগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একদিন বয়সী নবজাতক ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু নিরাপত্তা ও প্রতিপালন বিধি মোতাবেক বৈধ অভিভাবকের খুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই নবজাতক শিশুর বৈধ অভিভাবক না থাকায় শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় শিশুটিকে পরিবার ও সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠা এবং পুনর্বাসনের লক্ষ্যে বৈধ অভিভাবক খোঁজা হচ্ছে।

উক্ত শিশুটির বৈধ অভিভাবক হতে আগ্রহী ব্যক্তিদের গত ১০ ডিসেম্বর ২০২৫ বেলা ১২ ঘটিকার মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করে উপজেলা সমাজসেবা দপ্তরে জমা দিতে বলা হয়।

প্রেসবিজ্ঞপ্তিটি দৈনিক সবুজ বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর আগ্রহী অর্ধশতাদিক দম্পতির পূর্ণাঙ্গ এক কপি ছবি, দম্পতির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও জীবনবৃত্তান্ত সংযুক্তসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেন ।

পাঁচ দিন পুলিশি তদন্ত, আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষাগত যোগ্যতার বিষয় তদন্ত করে শিশুটির লালনপালন ও অভিভাবকের দায়িত্ব পালনে সক্ষম এমন পরিবারের নিকট হস্তান্তর করা হয়। শিশুর ভবিষ্যৎ জীবন সুন্দর ও শুভকামনায় পরিবারটির নাম গোপন রাখা হয়েছে।

মানবিক এই কাজের জন্য নবাগত ইউএনও নাজমুল হুসাইনের মানবিক কার্যক্রমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুধী সমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ।