ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে শরীয়তপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব শরীয়তপুর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে। সংগঠনের সদস্যরা দুর্ঘটনা এড়াতে জেলা শহরের বিভিন্ন স্থানে নিয়ন্ত্রিত যানবাহন চালানোর জন্য গোলাপের শুভেচ্ছা জানিয়ে চালকদের উদ্বুদ্ধ করেন। জেলা পরিষদ শরীয়তপুর ও জেলা পুলিশ সড়ক নিরাপদ রাখতে এবং শব্দদূষণ কমাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ১১টা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুর থেকে শরীয়তপুর—ঢাকা সহাসড়কের পুলিশ বক্স মোড় পর্যন্ত দিনব্যাপী এই গোলাপের শুভেচ্ছা সম্বলিত এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় শতাধিক চালককে গোলাপের শুভেচ্ছা জানিয়ে নিরাপদ যানবাহন চালানো সহ উচ্চ শব্দের হর্ণ না বাজানোর জন্য অনুরোধ করেন।
ইয়ামাহা রাইডার্স ক্লাব শরীয়তপুরের এডমিন সালাউদ্দিন মুন্না বলেন, নিরাপদ সড়ক ও সড়কের শব্দদূষণ কমাতে আমাদের এই প্রচেষ্টা। আমরা ভালোবাসার প্রতীক গোলাপের শুভেচ্ছা জানিয়ে এই বিশেষ দিবসে যানবাহন চালকদের উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন বলেন, সড়ক দুর্ঘটনা যেমন আমাদের জীবনহানি সহ সারা জীবনের জন্য পঙ্গু করে দিচ্ছে তেমনি হাইডোলিক হর্ণ সহ মাত্রার চাইতে উচ্চশব্দের হর্ণও আমাদের শব্দদূষণ করে মানব দেহের নানা ক্ষতি করছে। তাই নিরাপদ সড়কের সাথে সাথে শব্দদূষণ কমাতেও আমাদের সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সকলের প্রচেষ্টাই পারে শব্দদূষণমুক্ত পরিবেশ সহ নিরাপদ সড়ক নিশ্চিতে সহায়ক ভুমিকা পালন করতে।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই দিবস উপলক্ষে সড়কের দুর্ঘটনা এড়াতে ও শব্দদূষণ রোধে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি। শুধু আইন প্রয়োগ করে নয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিরাপদ সড়ক ও শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিতে কাজ করে যাবো।
শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান বাসস’কে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কারো একার পক্ষে সম্ভব নয়। ‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’ এটিকে মাথায় রেখে আমাদের সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা যেমনিভাবে সড়ক দুর্ঘটনা কমাতে পারে, তেমনি উচ্চ শব্দের হর্ণ লাগানো ও বাজানো বন্ধ করলেও শব্দদূষণ অনেকটাই কমে আসবে। এমন উদ্বুদ্ধকরণ কর্মকান্ডের জন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা সাধুবাদ জানাই।
শিরোনাম
যানবাহনের চালকদের গোলাপের শুভেচ্ছার মাধ্যমে শরীয়তপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৬:৪২:২০ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- ।
- 85
জনপ্রিয় সংবাদ



















