০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বাঁশ বাগান থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৪) নামে এক কলা
ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকার বেলাল তালুকদারের বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়নুল ইসলাম তালুকদার একই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ময়নুল ইসলাম তালুকদার মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই যুবক বাগানে বাঁশ কাটার জন্য গেলে তারা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমআর/সবা

চরম লজ্জার রেকর্ড নোয়াখালীর, ৫ উইকেট নাসুমের

গাইবান্ধায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

গাইবান্ধায় বাঁশ বাগান থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৪) নামে এক কলা
ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম পান্তাপাড়া এলাকার বেলাল তালুকদারের বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়নুল ইসলাম তালুকদার একই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ময়নুল ইসলাম তালুকদার মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই যুবক বাগানে বাঁশ কাটার জন্য গেলে তারা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমআর/সবা