প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা যৌথ আয়োজনে জাতীয় সমাজসেবা দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধন শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে বণ্যাঢ্য র্যালী বের হয়, রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
অফিসার্স ক্লাব গিয়ে শেষ হয়।
এসময় সমাজ সেবা বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, জেলা সমাজ সেবার উপ পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারাসহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
শু/সবা




















