সজল চক্রবর্তী, ফটিকছড়ি (চট্টগ্রাম) – বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে। অনুষ্ঠানটি শনিবার (৩ জানুয়ারি) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপি আহবায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর একে অপরের সঙ্গে ঈদের আমেজের মতো খোলাখুলি আলোচনা করেন। নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ সৃষ্টি হয়।
আজিম উল্লাহ বাহার বলেন, “দলীয় সিদ্ধান্ত মেনে আমাদের চলতে হবে। অতীত ভুলে এখন থেকে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যক্তি নয়, দল যে প্রার্থী দিয়েছে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে। সংসদীয় আসনে প্রার্থীকে জয়ী করার দায়িত্ব আমাদের, ব্যর্থতার দায়িত্বও আমাদের। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং নির্বাচনী কর্মকাণ্ডে প্রার্থীর নির্দেশনায় কাজ করব।”
সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব জহির আজম চৌধুরী, বিএনপি নেতা সরওয়ার হোসেন, নুরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, সাবেক চেয়ারম্যান শহিদুল আজম ও হোসাইন আহমদ মিয়াজীসহ উপজেলা, দুই পৌরসভা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা জানান, শীর্ষ নেতাদের এই মিলন ও কোলাকুলির মাধ্যমে ফটিকছড়ি বিএনপিতে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতির অবসান ঘটেছে।
শু/সবা

























